নিজের নিরাপত্তার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই: ইরান
(last modified Thu, 02 Feb 2017 17:28:49 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ২৩:২৮ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তার দেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কারো অনুমতি নেয়ার প্রয়োজন নেই। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আমেরিকা যে হুমকি দিয়েছে তাও নাকচ করে দেন তিনি।

আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ড. বেলায়েতি বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি যার হাতে রয়েছে অনেক বেশি রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা। নিজেকে রক্ষার জন্য ইরানের কোনো দেশের অনুমতির নেয়ার প্রয়োজন নেই।

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে নেবে এবং আমেরিকার কোনো হুমকিকে আমলে নেবে না।

গত রোববার ইরান মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। আমেরিকা বলছে, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন বুধবার এক বিবৃতিতে বলেছেন, আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানের তৎপরতার দিকে গভীর নজর রাখব।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২

 

ট্যাগ