'প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়িয়ে এক লাখ এসডাব্লিউইউ করবে ইরান'
https://parstoday.ir/bn/news/iran-i32523-'প্রয়োজনে_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণের_সক্ষমতা_বাড়িয়ে_এক_লাখ_এসডাব্লিউইউ_করবে_ইরান'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ এসডাব্লিউইউ-তে উন্নীত করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৬:৪১ Asia/Dhaka
  • 'প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়িয়ে এক লাখ এসডাব্লিউইউ করবে ইরান'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ এসডাব্লিউইউ-তে উন্নীত করা হবে।

তিনি সোমবার রাতে কোম প্রদেশে সাংবাদিকদের বলেছেন, "আমরা প্রয়োজন হলে দেড় বছরের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ এসডাব্লিউইউ-তে উন্নীত করব। পরমাণু সমঝোতা সইয়ের আগে আমাদের এ ক্ষেত্রে সক্ষমতা ছিল মাত্র নয় হাজার এসডাব্লিউইউ।"

সালেহির বক্তব্য অনুযায়ী, এ ধরনের সিদ্ধান্ত নেয়া হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা আগের চেয়ে ৯১ হাজার এসডাব্লিউইউ বাড়বে।

এসডাব্লি্উইউ হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় একেকটি সেন্ট্রিফিউজের সক্ষমতা। সালেহি আরও বলেছেন, ইরান সব সময় আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রতিবেদনেও তা স্বীকার করা হয়েছে।

তিনি বলেন, ইরান কারো হুমকিতে ভয় পায় না এবং কারো হাসিতে আশাবাদীও হয়ে উঠে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭