আরব দেশগুলোর শত্রুরা ইরান-আতঙ্ক ছড়াচ্ছে: রুহানি (ভিডিও)
(last modified Thu, 16 Feb 2017 03:02:29 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ০৯:০২ Asia/Dhaka

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হওয়া সত্ত্বেও ইসলাম ও আরব দেশগুলোর অভিন্ন শত্রুরা মধ্যপ্রাচ্যে ইরান-আতঙ্ক ছড়াচ্ছে। মাস্কাত সফররত প্রেসিডেন্ট রুহানি বুধবার ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আলে সাঈদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান সব সময় সব ধরনের সমস্যা ও মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করেছে। এ ছাড়া, ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা রক্ষার সেবায় নিয়োজিত।

প্রেসিডেন্ট রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতাই কেবল এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

হাসান রুহানি বলেন, এ অঞ্চলের দেশগুলো যখনই কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে তখনই তেহরান তাদের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান আঞ্চলিক দেশগুলোকে সহায়তা করতে কার্পণ্য করেনি।

সাক্ষাতে সুলতান কাবুস রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।  মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের সহযোগিতার ভূঁয়সী প্রশংসা করেন ওমানের সুলতান। বুধবার একদিনের ওমান সফর শেষে প্রেসিডেন্ট রুহানি কুয়েতের উদ্দেশ্যে মাস্কাত ত্যাগ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬

ট্যাগ