যৌথ মহড়া চালাল ইরান ও ওমান; অংশ নিল জামারান ডেস্ট্রয়ার
(last modified Thu, 10 Oct 2024 12:50:49 GMT )
অক্টোবর ১০, ২০২৪ ১৮:৫০ Asia/Dhaka
  • যৌথ মহড়া চালাল ইরান ও ওমান; অংশ নিল জামারান ডেস্ট্রয়ার

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওমানের মধ্যে প্রথম যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিট, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ওমানের নৌ বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে।

ওমানের আয়োজনে ভারত মহাসাগরের উত্তরে  এবং হরমুজ প্রণালীতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এই মহড়া ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওমানের যৌথ সামরিক মহড়ায় মূলত সাগরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে ইরানের জামারান ডেস্ট্রয়ার ও ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক যুদ্ধ জাহাজসহ কয়েকটি নৌযান অংশ নেয়। সেইসাথে ওমানের নৌযানও এতে অংশ নেয় এবং নৌবাহিনীর বিমান ইউনিট সহযোগিতা করে।

বিভিন্ন সূত্র বলছে, এবারের মহড়ায় ইরান সাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা স্পষ্ট ভাবে তুলে ধরেছে।

সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় দিক থেকে ওমান ও ইরানের মধ্যে অনেক মিল রয়েছে। বহু বছর ধরেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ