ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলবে; কারো অনুমতির প্রয়োজন নেই: ইরান
(last modified Wed, 01 Mar 2017 13:27:37 GMT )
মার্চ ০১, ২০১৭ ১৯:২৭ Asia/Dhaka
  • আলী আকবর বেলায়াতি
    আলী আকবর বেলায়াতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়াতি বলেছেন, "আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দেশরক্ষা করা। প্রতিরক্ষা সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে অন্য কারো অনুমতির জন্য অপেক্ষা করে না ইরান।"

রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। বেলায়াতি বলেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এটি ইরানের নিজস্ব ব্যাপার।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামি ইরান প্রচারণাগত চাপের কাছে নতিস্বীকার করবে না এবং নির্ধারিত লক্ষ্যের আলোকে যখন ভালো মনে করবে তখনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।

আমেরিকা বিশ্বব্যাপী বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি জানান। বেলায়াতি আরও বলেন, ইসলামি ইরান এটা প্রমাণ করেছে যে, মনস্তাত্বিক চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না বরং এসব অপতৎপরতার কারণে ইরান আগের চেয়েও বেশি সক্রিয় হয়ে উঠবে।

ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যাপক সাফল্যের কারণে ইরানের শত্রুরা বিশেষকরে আমেরিকা ক্ষুব্ধ হয়ে উঠেছে। যদিও ইরানি কর্মকর্তারা সব সময় বলে এসেছেন, ইরান কারো জন্য হুমকি নয়। প্রতিরক্ষাই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১ 

ট্যাগ