ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত ফাতিমা (সা. আ.)’র শাহাদাতবার্ষিকী পালিত
(last modified Fri, 03 Mar 2017 17:24:43 GMT )
মার্চ ০৩, ২০১৭ ২৩:২৪ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত ফাতিমা (সা. আ.)’র শাহাদাতবার্ষিকী পালিত

৩ জমাদিউস সানি ছিল বেহেশতি নারীদের নেত্রী হযরত ফাতিমা যাহরার (সালামুল্লাহি আলাইহা) শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশের মসজিদে আলোচনা সভা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (রহ.)-এর হুসাইনিয়াতে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে অংশ নেন সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এতে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

হযরত ফাতিমার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানে গতকাল ছিল সরকারি ছুটির দিন। ওইদিন পার্কসহ বিভিন্ন খোলা ময়দানে জামায়াতে নামাজ অনুষ্ঠিত হয় এবং হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনীর ওপর আলোচনা, মর্সিয়া পাঠ ও শোকানুষ্ঠান পালিত হয়।

হিজরি-পূর্ব আট সনের বিশে জমাদিউসসানি জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী এবং মহান আল্লাহ ও তাঁর অতি-ঘনিষ্ঠ শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নবী-নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা.আ.)।

রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের পর খলীফা নির্বাচন নিয়ে মত-পার্থক্যের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে হযরত ফাতিমার গৃহে আক্রমণ করা হয়। হযরত ফাতিমা আহত হন এবং পরবর্তীকালে এ আঘাতজনিত কারণেই শাহাদাত বরণ করেন বলে কোনো কোনো ইতিহাসবেত্তা তাদের বইয়ে উল্লেখ করেছেন।#

পার্সটুডে/এআর/৩

ট্যাগ