৬০ ধরনের ওষুধের বাণিজ্যিক উৎপাদন শুরু করল ইরান
(last modified Tue, 21 Mar 2017 09:58:57 GMT )
মার্চ ২১, ২০১৭ ১৫:৫৮ Asia/Dhaka
  • ৬০ ধরনের ওষুধের বাণিজ্যিক উৎপাদন শুরু করল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান আরও ৬০ ধরনের ওষুধের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। প্রেসিডেন্ট ড. হাসান রুহানি গতরাতে নয়া ওষুধ উৎপাদন প্রক্রিয়া উদ্বোধন করেছেন।

প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, এসব ওষুধ দেশে উৎপাদনের ফলে প্রতি বছর ৯ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। দেশের ১৬টি ওষুধ কোম্পানি এ উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে। 

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরান ওষুধ শিল্পসহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নতি সাধন করেছে ইরানী বিজ্ঞানীরা সাম্প্রতিক বছরগুলোতে দূরারোগ্য ক্যান্সারের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করতেও সক্ষম হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১

ট্যাগ