হজে “বারাআত” এবং "দোয়ায়ে কুমাইল" পাঠে সম্মত সৌদি আরব
হজ পালনের সময় “মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ” এবং দোয়ায়ে কুমাইল পাঠের আনুষ্ঠানিকতার ব্যাপারে সৌদি আরব সম্মত হয়েছে। ইরানের ইসলামি সংস্কৃতি ও দিকনির্দেশনামন্ত্রী রেজা সালেহি আমিরি আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তিনি বলেন সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এবার হজের সময় দোয়ায়ে কুমাইল পাঠ করা হবে এবং “মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ” সংক্রান্ত আনুষ্ঠানিকতাও পালন করা হবে।
সালেহি বলেন সৌদিআরব সৌভাগ্যক্রমে হজ পালনের ব্যাপারে প্রয়োজনীয় প্রতিশ্রুতি দিয়েছে এবং সে কারণেই হজ করার পথ উন্মুক্ত হয়ে গেছে। মন্ত্রী জানান, সৌদিআরবে ইরানের প্রতিনিধি থাকবে। তারা ইরানি হাজিদের বিমানে যাওয়া-আসা,খাবার দাবার, স্বাস্থ্য, সেবা ও অন্যান্য সেবামূলক কার্যক্রম ও সুযোগগুলো তদারকি করবে।
ইরানের সংসদীয় পরিষদের সদস্য আকবার রাঞ্জবারজাদে সংসদ প্রতিনিধিদের বলেছেন, ইরানি হজ ও জিয়ারতকারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা সবোর্পরি তাদের সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে দায়িত্ব নিয়েছে সৌদিআরব।
ইরানের সর্বোচ্চ নেতার হজ বিষয়ক প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম কাজি আসগার এবং সংস্কৃতি ও দিকনির্দেশনামন্ত্রী রেজা সালেহির সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
রাঞ্জবারজাদে আরও জানান, ২০১৫ সালের হজে শহীদ হাজিদের রক্তমূল্য দিতে রাজি হয় নি সৌদিআরব। কেননা রক্তমূল্য দেওয়ার মানে হলো সৌদিআরব তাদের দোষ স্বীকার করে নেওয়া।
২০১৫ সালে হজ চলাকালে সৌদি কর্মকর্তাদের হজ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মিনায় সংঘটিত বিপর্যয়কর এক দুর্ঘটনায় ইরানি ৪৬৪ জন হাজি প্রাণ হারয়েছিল।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৯