সিরিয়া ও ইরাককে রক্ষা করা ইরান রক্ষারই শামিল: বেলায়েতি
(last modified Sat, 06 May 2017 11:54:34 GMT )
মে ০৬, ২০১৭ ১৭:৫৪ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি ও মারকুস এদেরার
    ড. আলী আকবর বেলায়েতি ও মারকুস এদেরার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তেহরান মনে করে সিরিয়া ও ইরাককে রক্ষা করা ইরান রক্ষার সমান। তিনি বলেন, “সিরিয়া ও ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করাকে আমরা নিজেদের দেশ রক্ষা করা বলে মনে করি কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য আঞ্চলিক দেশগুলোর স্থিতিশীলতা ও তাদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”

তেহরান সফররত জার্মানির কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারকুস এদেরারের সঙ্গে বৈঠকের সময় ড. বেলায়েতি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, আঞ্চলিক কিছু দেশ চলমান সংকট নিরসন করতে আগ্রহী নয় বরং তারা সমস্যা জটিল ও দীর্ঘস্থায়ী করতে চায়। বেলায়েতি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য  ইরাক ও সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পরই দেশ দুটিতে ইরানের সামরিক উপদেষ্টাদের পাঠানো হয়েছে।

বৈঠকে জার্মান মন্ত্রী বলেন, ইরান ও তার দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বহু পুরনো। তেহরান ও বার্লিনের মধ্যে সাংস্কৃতিক ঐক্য রয়েছে যা সাম্প্রতিক বছরগুলোতে দু দেশের সম্পর্ক গভীর করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬       

 

ট্যাগ