৮০'র দশকে ইরানের কাছে পরাজিত হয় সাদ্দাম বাহিনী ও সৌদি ডলার: জারিফ
(last modified Thu, 25 May 2017 12:50:44 GMT )
মে ২৫, ২০১৭ ১৮:৫০ Asia/Dhaka
  • ৮০'র দশকে ইরানের কাছে পরাজিত হয় সাদ্দাম বাহিনী ও সৌদি ডলার: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আশির দশকে ইরানিদের প্রতিরোধের সামনে তৎকালীন সাদ্দাম বাহিনী ও সৌদি ডলারের পরাজয় ঘটেছিল। সাদ্দাম বাহিনীর দখল থেকে ইরানের খোররামশাহ্‌র মুক্ত করার বার্ষিকী উপলক্ষে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

জারিফ আরও বলেছেন, ১৯৮০'র দশকে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল তাতে সাদ্দাম বাহিনীকে সহযোগিতা দিয়েছিল সৌদি আরব। কিন্তু এরপরও শত্রুরা ইরানিদের দৃঢ় মনোবল ও প্রতিরোধের সামনে টিকতে পারেনি। 

১৯৮০ সালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে সাদ্দামের নেতৃত্বাধীন তৎকালীন ইরাকি বাহিনী। এ যুদ্ধ প্রায় আট বছর স্থায়ী হয়। এ যুদ্ধে সৌদি আরবসহ বেশ কিছু আঞ্চলিক দেশ এবং আমেরিকার নেতৃত্বাধীন পাশ্চাত্য ইরাকের সাদ্দাম সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। ইসলামি বিপ্লবের দেশ ইরানকে পরাজিত করতে সাদ্দামকে সর্বাত্বক সহযোগিতা দিয়েছিল এসব দেশ।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

ট্যাগ