প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিশ্চিত করল অভিভাবক পরিষদ
(last modified Tue, 30 May 2017 23:02:54 GMT )
মে ৩১, ২০১৭ ০৫:০২ Asia/Dhaka
  • গত ১৯ মে ইরানে ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়; বিয়ের পোশাকে ভোট দিচ্ছেন নবদম্পতি
    গত ১৯ মে ইরানে ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়; বিয়ের পোশাকে ভোট দিচ্ছেন নবদম্পতি

ইরানের অভিভাবক পরিষদ সম্প্রতি অনুষ্ঠিত ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুমোদন করেছে। ওই নির্বাচনে হাসান রুহানি আরো চার বছরের জন্য ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ইরানের সব নির্বাচন পর্যবেক্ষণ ও সেগুলোর ফলাফল অনুমোদন করার দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে অভিভাবক পরিষদ।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সালমান সামানি মঙ্গলবার রাতে তেহরানে জানান, “অভিভাবক পরিষদ ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুমোদন করে যে চিঠি দিয়েছে তা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এসে পৌঁছেছে। ”

ওই চিঠিতে অভিভাবক পরিষদের সচিব আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি ঘোষণা করেন, এই পরিষদ নির্বাচন সম্পর্কে সব প্রতিবেদন পর্যবেক্ষণ এবং বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই করে দেখার পর ঘোষিত ফলাফল অনুমোদন করছে।

সামানি জানান, ১২ সদস্যের অভিভাবক পরিষদের কাছে গত ১৯ মে অনুষ্ঠিত নির্বাচনের দিন এবং তার আগে এই নির্বাচনে অনিয়মের বেশ কিছু অভিযোগ জমা পড়ে।  এসব অভিযোগের কয়েকটি তদন্ত করে দেখার জন্য বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। তবে নির্বাচনে প্রেসিডেন্ট রুহানি বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এসব অভিযোগ নির্বাচনের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে তিনি জানিয়েছেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১

 

ট্যাগ