গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত?
-
গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত?
পার্সটুডে- ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আনরোয়া'র মুখপাত্র জুলিয়েট টুমা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের হামলার কারণে সৃষ্ট গভীর মানবিক সংকট নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।
শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গাজার অধিকাংশ মানুষ দুর্ভিক্ষের সূচকের সর্বোচ্চ তথা পঞ্চম ধাপে প্রবেশ করেছে, যা সবচেয়ে বিপজ্জনক পর্যায়।”
পার্সটুডে'র বরাতে তিনি আরও জানান, “গাজা উপত্যকার শত ভাগ মানুষ অপুষ্টিতে ভুগছে।”
জুলিয়েট টুমা বলেন, “আমরা প্রতিদিন ত্রাণবাহী ৭০০টি ট্রাক গাজায় আনতে পারি, কিন্তু ইসরায়েল তাতে বাধা দিচ্ছে।”
এই পরিস্থিতিকে তিনি মানবিক সহায়তা কার্যক্রমের বিরুদ্ধে সরাসরি প্রতিবন্ধকতা বলে আখ্যা দেন।
অনরোয়ার মুখপাত্র আরও জানান, ইসরায়েল গাজায় তাদের ৪০০টি ত্রাণ বিতরণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, যার ফলে জীবন রক্ষাকারী পণ্য ও খাদ্য সামগ্রীর বিতরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।