ওমানে ২ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইরান
(last modified Sun, 11 Jun 2017 15:12:06 GMT )
জুন ১১, ২০১৭ ২১:১২ Asia/Dhaka
  • ইরানের সাবালান ডেস্ট্রয়ার
    ইরানের সাবালান ডেস্ট্রয়ার

ইসলামি প্রজাতন্ত্র ইরান দুটি যুদ্ধাজাহাজ পাঠাচ্ছে ওমানে। ইরানের নৌবাহিনী জানিয়েছে, আজ (রোববার) জাহাজ দুটি একটি মিশন চালানোর জন্য ওমানের উদ্দেশ্যে রওয়ানা দেবে। পরে জাহাজ দুটি গভীর সাগরে তাদের আরো কিছু মিশন চালাবে।

ইরানের ৪৭তম নৌবহরের আলবোর্জ ডেস্ট্রয়ার ও বুশেহর লজিস্টিক ভ্যাসেল দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস থেকে ওমানের দিকে রওয়ানা দেবে। পরে জাহাজ দুটি ভারত মহাসাগর ও এডেন উপসাগরে মিশন চালাবে। ৪৬তম নৌবহরের দুটি জাহাজ গত ১৭ এপ্রিল থেকে ওই এলাকায় মিশনে ছিল; তারা এখন ফিরে আসবে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সমুদ্রসীমায় তার নৌবাহিনী ও যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে। এসব জাহাজ নৌ চলাচলের রুট ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিয়ে আসছে। ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার প্রচেষ্টা নস্যাৎ করেছে। ইরানি ও বিভিন্ন দেশের জাহাজের ওপর এসব হামলার চেষ্টা হয়েছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১

 

ট্যাগ