'সৌদির যুদ্ধকামী নীতি মোটেই বরদাস্ত করবে না ইরান'
(last modified Tue, 13 Jun 2017 19:15:31 GMT )
জুন ১৪, ২০১৭ ০১:১৫ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি সতর্ক করে বলেছেন, তেহরান কখনো সৌদি আরবের যুদ্ধকামী নীতি বরদাস্ত করবে না। একইসঙ্গে তিনি বলেছেন, সৌদি আরবের অনভিজ্ঞ কূটনীতিকের মন্তব্য থেকে এটাই বোঝা যায় যে, তারা ইরান সম্পর্কে অজ্ঞ।

ড. বেলায়েতি বলেন, “সমস্যা হচ্ছে সৌদি আরব গত কয়েক বছর ধরে অর্বাচিন ও অনভিজ্ঞ লোকজন দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করছে। তারা মাঝেমাঝে এমন সব মন্তব্য করেন যা তাদের ইরান এবং এ অঞ্চল সম্পর্কে জ্ঞানের অভাবকে ইঙ্গিত করে।”

আলী আকবর বেলায়েতি বলেন, সৌদি কূটনীতিকরা নিজ দেশের নিরাপত্তা রক্ষা করতে পারেন না সেখানে ইরানকে হুমকি দেন কীভাবে? সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য ইরানকে শাস্তি পেতে হবে। তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে তেহরানে জোড়া সন্ত্রাসী হামলা হয়েছে। এছাড়া, গত মাসে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমান বলেছেন, তারা যুদ্ধকে ইরানের ভেতরে নিয়ে যাবেন। এসব মন্তব্যের পর ড. বেলায়েতি সৌদি আরবকে হুঁশিয়ার করে বক্তব্য দিলেন।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩   

 

ট্যাগ