সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা মতো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিকনির্দেশনা অনুযায়ী সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান এ অভিযানের নাম দিয়েছে “লাইলাতুল ক্বাদর”।
আইআরজিসি জানিয়েছে, সামরিক দায়িত্ব থেকে এবং কমান্ডার ইন-চিফের নির্দেশ অনুসারে এ হামলা চালানো হয়। হামলায় দায়েশের ১৭০ সন্ত্রাসী নিহত হয়েছে। লাইলাতুল ক্বাদর অভিযানে দায়েশ সন্ত্রাসীদের অবস্থান ও কমান্ড হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। আইআরজিসি জানিয়েছে, অভিযানের সময় ড্রোন দিয়ে হামলার বিষয়টি নজরদারি করা হয় এবং হেডকোয়ার্টারের পরিস্থিতি এবং দায়েশ সন্ত্রাসীদের অবস্থান ও ক্ষয়ক্ষতির বিষয়ে ড্রোন থেকে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠোনো হয়।
গত ১৯ জুন রাতে আইআরজিসি সিরিয়ায় তৎপর দায়েশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের রাজধানী তেহরানে দায়েশের জোড়া সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে আইআরজিসি। গত ৭ জুন ইরানের জাতীয় সংসদ ভবন ও ইমাম খোমেনী (র)’র মাযারে চালানো হামলায় অন্তত ১৭ জন শহীদ ও ৫০ জন আহত হয়েছিলেন। দায়েশ সন্ত্রাসীরা হামলার দায়িত্ব স্বীকার করেছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২