শান্তি ও নিরাপত্তার জন্য প্রয়োজন আপোসহীন প্রতিরক্ষা শক্তি: আইআরজিসি
(last modified Wed, 05 Jul 2017 12:26:18 GMT )
জুলাই ০৫, ২০১৭ ১৮:২৬ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বলে এর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি জানিয়েছেন। ইরানের নিরাপত্তাকে সুরক্ষা দেয়ার লক্ষ্যেই তার দেশের প্রতিরক্ষা শক্তি গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল (মঙ্গলবার) মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেন, ইসলামি ঐক্য এবং আঞ্চলিক দেশগুলোর স্বার্থে ইরান মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সফলতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, শত্রুরা পর্যন্ত ইরানের এ সফলতার স্বীকৃতি দিয়েছে এবং এখন তারা তেহরানের নিজস্ব নীতির সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে।

এছাড়া, এ অঞ্চলে ইরান পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ায় জাফারি সন্তোষ প্রকাশ করে বলেন, এটা তার দেশের জন্য এক বিরাট অর্জন। ইরানের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে এ অর্জন অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। জেনারেল জাফারি বলেন, আমি এটা উচ্চ কণ্ঠে বলতে চাই যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আইআরজিসি কাজ করছে। তবে শান্তি তখনই আসে এবং স্থায়িত্ব লাভ করে যখন এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে শত্রুরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাবে এবং যুদ্ধের পরিণাম নিয়ে ভীত হবে।   

তিনি বলেন, আইআরজিসি যুদ্ধের পক্ষে নয় এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার বিরোধী নয়। তবে কেবল আলোচনার মাধ্যমেই শান্তি আসে না বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৫

 

 

ট্যাগ