ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইরান
ইরানের জাতীয় সংসদ মজলিস সেদেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কিছু নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে।
ইসলামী এই রাষ্ট্রের সংসদ সদস্যরা এ নিয়ে আলোচনা করছেন। ইরানি সংসদের গবেষণা কেন্দ্র, জাতীয় নিরাপত্তা ও বিদেশ-নীতি কমিশন ইতোমধ্যে এ বিষয়ে একটি খসড়া বিল তৈরি করেছে।
ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের সঙ্গে কখনও কোনো আলোচনা করবে না বলে জানিয়ে আসছে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলেও দেশটির কর্মকর্তারা উল্লেখ করছেন।
ইরানের কাছে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি তেহরানে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের এক জোড়া হামলার ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সিরিয়ায় দেইর আজ জুর অঞ্চলে দায়েশের অবস্থানে মাঝারি-পাল্লার ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে দায়েশের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডারসহ ১৭০ জন দায়েশ-সদস্য নিহত হয় এবং দায়েশের বেশ কয়েকটি সামরিক কেন্দ্র, অস্ত্রাগার ও কারখানা ধ্বংস হয়।#
পার্সটুডে/মু.আ.হুসাইন/১০