‘আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে চূড়ান্ত ও শক্তিশালী জবাব দেয়া হবে’
(last modified Mon, 22 Apr 2024 14:44:21 GMT )
এপ্রিল ২২, ২০২৪ ২০:৪৪ Asia/Dhaka
  • ‘আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে চূড়ান্ত ও শক্তিশালী জবাব দেয়া হবে’

ইসলামী প্রজাতন্ত্র ইরান অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের ওপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার চূড়ান্ত এবং শক্তিশালী জবাব দেয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছিআবার যদি ইসরাইল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরো বেশি কঠোর।

এদিকে, ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানয়ানি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান তার বৈধ অধিকার হিসেবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে, আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে- এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন