কাতারের বিরুদ্ধে চাপ সৃষ্টির কৌশল; নিন্দা করলেন প্রেসিডেন্ট রুহানি
(last modified Wed, 12 Jul 2017 13:21:01 GMT )
জুলাই ১২, ২০১৭ ১৯:২১ Asia/Dhaka
  • বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও ইরানের প্রেসিডেন্ট
    বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও ইরানের প্রেসিডেন্ট

কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশের পক্ষ থেকে অবরোধ আরোপ করার নিন্দা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রতিবেশী দেশটির ওপর চাপ প্রয়োগের এ কৌশলকে তিনি ভুল নীতি বলে মন্তব্য করেছেন।

তেহরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বিন আবদুল্লাহর সঙ্গে আজ (বুধবার) এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি। তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা নিরসনের জন্য সব পক্ষের প্রতি আবারো আহ্বান জানিয়ে বলেন, “প্রতিবেশী কাতারকে হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি ও অবরোধ আরোপ ভুল পদ্ধতি।”

ইরানের প্রেসিডেন্ট বলেন- ইয়েমেন, বাহরাইন, কাতার ও সিরিয়া ইস্যুতে আঞ্চলিক কিছু দেশ যে নীতি নিয়েছে তা ভুল সিদ্ধান্ত। এ প্রবণতার ধারাবাহিকতায় এসব দেশ মোটেই লাভবান হতে পারবে না বরং পরিণতিতে তা ব্যুমেরাং হবে। তিনি জোর দিয়ে বলেন- ইয়েমেন ও বাহরাইনের চলমান দ্বন্দ্ব নিরসনের একমাত্র পথ হচ্ছে সংলাপ। আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান, ওমান ও কুয়েত যে ইতিবাচক মধ্যস্থতার পদক্ষেপ নিয়েছে তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২

 

ট্যাগ