পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে বিনা জবাবে ছাড়া হবে না: ইরান
(last modified Sun, 23 Jul 2017 12:57:50 GMT )
জুলাই ২৩, ২০১৭ ১৮:৫৭ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, আমেরিকা যদি ২০‌১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা মানতে ব্যর্থ হয় তাহলে তেহরান তার জবাব দেবে।

সিরিয়া বিষয়ক চীনের বিশেষ দূত শি শিয়াওইয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ড. বেলায়েতি এ কথা বলেন। তিনি জানান, পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষক কমিটি মার্কিন লঙ্ঘনের বিষয়টি দেখবে এবং ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার ৮ম  বৈঠকের ফলাফল শুনে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে। তবে আমেরিকা সমঝোতা লঙ্ঘন করলে ইরান বিনা জবাবে ছাড়বে না।

২০১৫ সালের জুলাই মাসে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় এবং ২০১৬ সালের জুলাই মাসে তা কার্যকর করা হয়। কিন্তু গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন তিনি ক্ষমতায় গেলে এ সমঝোতা বাতিল করবেন। সম্প্রতি তিনি বিষয়টি পর্যালোচনার জন্য একটি নতুন টিম নিয়োগ করেছেন। এছাড়া, মার্কিন প্রশাসন পরমাণু সমঝোতা বাতিল করতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বহু খবর বের হচ্ছে। ইরানও বলছে, আমেরিকা সমঝোতা বাতিল করলে তেহরান পাল্টা ব্যবস্থা নেবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩

 

ট্যাগ