ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করবে: ড: বেলায়েতি
(last modified Mon, 07 Aug 2017 14:20:44 GMT )
আগস্ট ০৭, ২০১৭ ২০:২০ Asia/Dhaka
  • ড: বেলায়েতি
    ড: বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে যাবে। তিনি বলেন, ইরাক ভাগের লক্ষ্যে যে-কোনো জনমত জরিপ চালানোর বিপক্ষে ইরান।

ইসলামি জাগরণ বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব জনাব বেলায়েতি আজ তেহরানে ইরাকের এক দল আলেমের সঙ্গে সাক্ষাৎকালে আরও বলেন,যে দল বা গোষ্ঠিই ইরাক ভাগের পক্ষে যাবে তারা দেশটির জাতীয় স্বার্থের পরিপন্থি। তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আলেম সমাজকে। তিনি বলেন ইরান ও ইরাক নিজেদের স্বাধীনতা রক্ষা করবে। এটা আমাদের আঞ্চলিক ও ইসলামি দায়িত্বের পর্যায়ে পড়ে বলেও তিনি মন্তব্য করেন। এই দায়িত্ব ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ শক্তিকে আরো দৃঢ় করবে।

ড: বেলায়েতি বলেন মুসলিম দেশগুলোতে বিশেষ করে ইরাকে যে-কোনো অজুহাতেই হোক, মার্কিন উপস্থিতির কোনো যুক্তি নেই। ইরাকের মুমিন জনতার সংগ্রাম ও উদ্যমের মধ্য দিয়েই ইরাক সন্ত্রাসীমুক্ত হয়েছে এবং স্বাধীনতা অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন।  ড: বেলায়েতি আর্থ-রাজনৈতিক-সাংস্কৃতিক ও নিরাপত্তাসহ সকল ক্ষেত্রেই ইরান এবং ইরাকের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৭

 

ট্যাগ