পরমাণু সমঝোতা নিয়ে আর আলোচনার পথ খোলা নেই: বেলায়েতি
(last modified Tue, 19 Sep 2017 16:29:02 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ২২:২৯ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনার পথ খোলা নেই।

তিনি আজ (মঙ্গলবার)বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে শুধু   একবারই আলোচনার প্রস্তাব গ্রহণ করেছে এবং দীর্ঘ আলোচনা শেষে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সমঝোতা সই করেছে। তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা নিয়ে কোনো দেশের সন্দেহ-সংশয় গ্রহণযোগ্য নয় এবং নতুন আলোচনার কোনো প্রস্তাব আদৌ গ্রহণযোগ্য হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের এক বক্তব্যের পর ড. বেলায়েতি এসব কথা বলেছেন।

২০২৫ সালে পরমাণু সমঝোতার মেয়াদ শেষ হলে নতুন আলোচনার সম্ভাবনার কথা বলেছেন ম্যাকরন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে আলাদা বৈঠকে এ সম্ভাবনার  কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনের অবকাশে এসব বৈঠক হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯ 

 

ট্যাগ