‘ট্রাম্পের ভাষণে ইরানের বিরুদ্ধে পরাজিত হওয়ার প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে’
(last modified Thu, 21 Sep 2017 05:07:05 GMT )
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১১:০৭ Asia/Dhaka
  • ‘ট্রাম্পের ভাষণে ইরানের বিরুদ্ধে পরাজিত হওয়ার প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে’

ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরানের সঙ্গে পরাজিত হওয়ার প্রতিক্রিয়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘ ভাষণে প্রকাশ পেয়েছে।

ইরানের একটি চ্যানেলের সঙ্গে আলাপের সময়ে এ কথা বলেন তিনি। আমেরিকার আঞ্চলিক মিত্রদের উৎসাহ যোগানোর জন্য এ ভাষণ ট্রাম্প দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এ ভাষণ কেবল গোটা বিশ্ব নয় বরং মার্কিন মিত্রদের জন্য লজ্জাকর। তিনি একে ট্রাম্পের জন্য লজ্জাকর ভাষণ হিসেবে অভিহিত করেন।

এ ভাষণের পক্ষে কিছু বলার নেই উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা যদি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও ভঙ্গ  করে তবে ইরানের পরমাণু তৎপরতা অনায়াসে আগের অবস্থায় ফিরে যেতে পারবে। আর আমেরিকা কখনোই ইরানকে হুমকি দিতে পারবে না বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, মিত্রদেশগুলোকে সহায়তা করা এবং প্রতিরোধ জোরদার করতেই এ প্রভাব ব্যবহার করে তেহরান। সিরিয়া, লেবানন এবং ইরাকের মতো বন্ধু ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষার প্রয়োজনে এ প্রভাবকে কাজে লাগায় ইরান। এ সব দেশকে প্রতিরোধের অক্ষশক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২১

 

ট্যাগ