ইরানের অপারেশন ট্রু প্রমিজ-২ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি
(last modified Thu, 03 Oct 2024 05:11:49 GMT )
অক্টোবর ০৩, ২০২৪ ১১:১১ Asia/Dhaka
  • সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা ও সামরিক স্থাপনাগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে কোনো অবস্থায় এ ঘটনা ঘটত না।

ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন: বিশ্ব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পার্সটুডে জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইরানের শক্তিশালী জবাব হোয়াইট হাউজ কর্মকর্তাদেরকে হতভম্ভ করে দিয়েছে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন: “আমাদের [আমেরিকার] এই মুহূর্তে কোনো নেতা নেই এবং কেউ আমাদের দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের একজন ব্যর্থ প্রেসিডেন্ট আছেন এবং তার আছে এমন একজন ভাইস প্রেসিডেন্ট যিনি তার অফিসে অনুপস্থিত। এই ভাইস প্রেসিডেন্ট এদিক সেদিক ঘোরাঘুরি করে তহবিল সংগ্রহ করে বেড়াচ্ছেন। দেশের শীর্ষ নেতৃত্বে কারো উপস্থিতি নেই এবং বাইডেন ও হ্যারিসের কারা জানা নেই দেশে বা বিশ্বে ঠিক কী ঘটছে।”

এরপর ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে ইরানের বিরুদ্ধে নিজের বিদ্বেষ উগড়ে দিয়ে দাবি করেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরান তার নিয়ন্ত্রণে ছিল।

তিনি ওই বিবৃতিতে ইরানকে পশ্চিম এশিয়া অঞ্চলকে ধ্বংস করার জন্য অভিযুক্ত করেন।

ট্রাম্প এমন সময় এ দাবি করলেন যখন গত এক বছরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা এবং তেহরানে নাশকতামূলক তৎপরতা চালিয়ে গোটা অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

ইহুদিবাদী ইসরাইলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, আইআরজিসি কমান্ডার সাইয়্যেদ আব্বাস নিলফোরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্যধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরাইলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় ইসরাইলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ