'ইরাক থেকে কুর্দিস্তান বিচ্ছিন্ন করার গণভোট ইহুদিবাদী ষড়যন্ত্র'
(last modified Fri, 29 Sep 2017 12:53:51 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১৮:৫৩ Asia/Dhaka
  • ইরানের বিশিষ্ট আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি
    ইরানের বিশিষ্ট আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি

ইরানের বিশিষ্ট আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি ইরাক থেকে কুর্দিস্তান অঞ্চল বিচ্ছিন্ন করার গণভোটকে ইহুদিবাদী ষড়যন্ত্র বলে নিন্দা জানিয়েছেন। 

তিনি আজ তেহরানে জুমা নামাজের খোতবায় এই নিন্দা জানান।

 আয়াতুল্লাহ কাশানি এ প্রসঙ্গে আরও বলেছেন, কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করা হলে এই বিচ্ছিন্নতার ঘটকদেরকে বিশ্বাসঘাতকতার জন্য ইতিহাসের কাছে জবাব দিতে হবে। 

তিনি মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইলের কথিত নতুন মধ্যপ্রাচ্য নামক ষড়যন্ত্রের সহযোগী না হতে ইরাকি কুর্দিস্তানের কর্মকর্তাদের পরামর্শ দেন। আয়াতুল্লাহ কাশানি ইরাকের কুর্দি নেতাদের বলেছেন, আপনারা বরং মার্কিন-ইহুদিবাদী চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 

গত ২৫ সেপ্টেম্বর সোমবার কুর্দি নেতা মাসুদ বারজানির নির্দেশে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাবের প্রতি কুর্দিদের মতামত যাচাইয়ের জন্য তথাকথিত গণভোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৭২ শতাংশ ভোটারের উপস্থিতিতে ৯২ শতাংশ ভোটার বিচ্ছিন্নতার পক্ষে রায় দেয় বলে দাবি করা হয়েছে।

আয়াতুল্লাহ কাশানি মার্কিন আধিপত্যকামীতার মোকাবেলায় ইরানি জাতির প্রতিরোধকে আশুরার আত্মত্যাগের আদর্শের অনুসরণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইরানি জাতির এই সাহসিকতা ও আত্মত্যাগের সংস্কৃতির কারণেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইহুদিবাদী ইসরাইলের শাসকচক্র ও সৌদি শাসকগোষ্ঠী ইসলামী ইরানের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। 

আয়াতুল্লাহ কাশানি কারবালা বিপ্লবের মহানায়ক ইমাম হুসাইন (আ)'র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক জানিয়ে বলেছেন, আশুরার আদর্শ গড়ে তোলে মূল্যবান মানুষ।  কারবালার শহীদদের এ আদর্শ থেকে যুব সমাজকে আত্মত্যাগ ও আধ্যাত্মিকতা শিখতে হবে যাতে করে তারা রুখে দাঁড়াতে পারে শত্রুদের মোকাবেলায়। # 

পার্সটুডে/এমএএইচ/২৯
 

ট্যাগ