ওমান ও কাতার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sun, 01 Oct 2017 13:13:13 GMT )
অক্টোবর ০১, ২০১৭ ১৯:১৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

আগামীকাল (সোমবার) ওমান ও কাতার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তেহরান যে পরামর্শের নীতি অনুসরণ করে আসছে তারই অংশ হিসেবে তিনি দুদিনের এ সফরে বের হচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এ সফরের কথা জানান।

সফরে জারিফ আরব দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনার কথা রয়েছে।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আঞ্চলিক কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে ওমান সফর করেছিলেন। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক টানাপড়েন থাকলেও ওমানের সঙ্গে দীর্ঘদিন ধরেই চমৎকার সম্পর্ক রয়েছে। এছাড়া, কুয়েতের সঙ্গেও আঞ্চলিক নানা ইস্যুতে ইরান পরামর্শ করে এবং সৌদি চাপে দেশটি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নি। এছাড়া, কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ অবরোধ আরোপ করলে দোহার পাশে দাঁড়ায় তেহরান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১

ট্যাগ