ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি: নিষেধাজ্ঞা নিয়ে ভোটাভুটি করবে আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আগামী সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদ আলোচনা করতে যাচ্ছে। এ বিষয়ে আলোচনা শেষে পরিষদে ভোটাভুটি হবে।
গতকাল (শুক্রবার) মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কেভিন ম্যাককার্থি এবং পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড রয়সে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কংগ্রেসের কাজ করা উচিত।
তারা বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আগামী সপ্তাহে জরুরিভিত্তিতে কর্মপদ্ধতি ঠিক করা হবে। ইরান ও হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পরিষদে ভোটাভুটি হবে বলেও জানান তারা।
আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্র্যাট- দু দলই ইরান-বিরোধী বিলকে সমর্থন করবে এবং বাইরের দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি সমর্থন দিলে তার বা তাদের সম্পদ জব্দ করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা প্রত্যয়ন করতে অস্বীকার করার এক সপ্তাহের মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা এল। আমেরিকা দাবি করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা মাধ্যমে ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। অন্যদিকে ইরান বলছে, যে প্রস্তাবের আওতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরমাণু সমঝোতাকে অনুমোদন দেয়া হয়েছে তাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ করা হয় নি। তেহরান বলছে, ২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না ইরান। ইরান সবসময় বলে আসছে, তেহরানের হাতে কোনো পরমাণু অস্ত্র কর্মসূচি নেই এবং যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে তা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১