তাকফিরি মতবাদ মোকাবিলার উপায় নিয়ে তেহরানে আন্তর্জাতিক সম্মেলন শুরু
(last modified Thu, 23 Nov 2017 02:14:40 GMT )
নভেম্বর ২৩, ২০১৭ ০৮:১৪ Asia/Dhaka
  • বুধবার তেহরানে শুরু হয় এই আন্তর্জাতিক সম্মেলন
    বুধবার তেহরানে শুরু হয় এই আন্তর্জাতিক সম্মেলন

উগ্র তাকফিরি মতবাদ মোবাবিলার উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরানে দু’দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের অন্তত ৫০০ শিয়া ও সুন্নি আলেম ও চিন্তাবিদ অংশগ্রহণ করছেন।

মুসলিম দেশগুলোর ভেতরে ও বাইরে থেকে ইসলামি বিশ্বকে বিভক্ত করে ফেলার লক্ষ্যে তাকফিরি মতবাদ ছড়িয়ে দেয়ার যে অপচেষ্টা চলছে তা নিয়ে আলোচনা করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়।

যে মতবাদে বিশ্বাসীরা অন্যান্য মতবাদ ও মাজহাবে বিশ্বাসীদের ‘কাফের’ বলে আখ্যায়িত করে তাকে তাকফিরি মতবাদ বলা হয়। সৌদি আরবে প্রচলিত ওহাবি মতবাদ থেকে এই তাকফিরি মতবাদের সূত্রপাত হয়েছে।  

সম্মেলনে বক্তব্য রাখছেন আলী আকবর বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতির পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে বুধবার তেহরানে এই সম্মেলন শুরু হয়। ইসলামি জাগরণ বিষয়ক আন্তর্জাতিক অ্যাসেম্বলির চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন বেলায়েতি।

তিনি তার বক্তৃতায় বলেন, ইসলামের শত্রুরা মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এসব দেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ ছাড়া তাকফিরি মতবাদ ছড়িয়ে দেয়াসহ নানা উপায়ে শত্রুরা মুসলিম দেশগুলোর সম্পদ লুট করার পাঁয়তারা করছে।

বেলায়েতি বলেন, সাত বছর আগে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে সৃষ্ট ইসলামি গণজাগরণের জের ধরে স্বৈরশাসকদের পতনের পর তাকফিরি মতবাদ সৃষ্টি হয়েছে। এই মতবাদ সৃষ্টির পেছনে রয়েছে ওহাবি মতবাদ এবং পর্দার অন্তরালে কাজ করছে ইসলামের শত্রুরা।

সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের অন্তত ৫০০ শিয়া ও সুন্নি আলেম ও চিন্তাবিদ অংশগ্রহণ করেন

তিনি বলেন, মানবতার মুক্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করাই এই মতবাদ সৃষ্টির প্রধান উদ্দেশ্য। পুরুষদের ওপর গণহত্যা চালানো, শিশুদের গলা কেটে হত্যা করা এবং নারীদের ওপর পাশবিক অত্যাচার চালানোর মতো  ইসলামপূর্ব যুগের বর্বরতা আবার চালু করার উদ্দেশ্যে তাকফিরি মতবাদ ছড়িয়ে দেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, আশার কথা হচ্ছে, তাকফিরি মতবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্ব জেগে উঠেছে এবং এই মতবাদে বিশ্বাসী জঙ্গিরা পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনকে তুলে ধরেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

 

ট্যাগ