সিরিয়ার জনগণকে সুযোগ দেয়ার লক্ষ্যে সোচি শীর্ষ বৈঠক হয়েছে: রুহানি
(last modified Thu, 23 Nov 2017 03:09:53 GMT )
নভেম্বর ২৩, ২০১৭ ০৯:০৯ Asia/Dhaka
  • সিরিয়ার জনগণকে সুযোগ দেয়ার লক্ষ্যে সোচি শীর্ষ বৈঠক হয়েছে: রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সিরিয়ার সব মত ও পথের মানুষ একত্রে বসে যাতে আলোচনার মাধ্যমে তাদের দেশের সমস্যা কাটিয়ে উঠতে পারে সে ব্যবস্থা করা ছিল সোচি শীর্ষ বৈঠকের মূল লক্ষ্য।

রাশিয়ার সোচি শহরে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে সিরিয়া ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে রুহানি একথা বলেন।

তিনি বলেন, অচিরেই সোচি শহরে সিরিয়ার সব গোত্র, মাজহাব এবং সরকারপন্থি ও সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে একটি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সিরিয়ার নেতাদের নিয়ে অনুষ্ঠেয় ওই কংগ্রেসে সেদেশের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ওই কংগ্রেসে সিরিয়ার জন্য একটি নয়া সংবিধান প্রণয়নের উপায় নিয়ে আলোচনা হবে যাতে দেশটিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যায়।

বুধবার রাতেই তেহরানে ফিরে আসেন প্রেসিডেন্ট রুহানি

সিরিয়ায় জঙ্গিবাদের মূলোৎপাটনের পর এখন দেশটির রাজনৈতিক অচলাবস্থা দূর করতে পারলে তা গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান এবং গোয়েন্দা কর্মকর্তারা সোচিতে অনুষ্ঠেয় সিরিয়া বিষয়ক কংগ্রেস আয়োজনের সব ব্যবস্থা সম্পন্ন করবেন বলে বুধবারের শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।  তেহরান,আঙ্কারা ও মস্কো মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সোচি শীর্ষ বৈঠকে অংশগ্রহণ শেষে বুধবার রাতেই তেহরানে ফিরে এসেছেন প্রেসিডেন্ট রুহানি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

 

ট্যাগ