ব্রাসেলস হামলার নিন্দায় ইরান: ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধে সর্বশক্তি নিয়োগ করতে হবে’
(last modified Tue, 22 Mar 2016 13:34:39 GMT )
মার্চ ২২, ২০১৬ ১৯:৩৪ Asia/Dhaka
  • ব্রাসেলস হামলার নিন্দায় ইরান: ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধে সর্বশক্তি নিয়োগ করতে হবে’

২২ মার্চ (রেডিও তেহরান): বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, গোটা বিশ্বের জন্য হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সর্বশক্তি নিয়োগ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি আজ (মঙ্গলবার) তেহরানে বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি প্রমাণ করছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ গোটা বিশ্বকে হুমকিগ্রস্ত করে তুলেছে। কাজেই এই সন্ত্রাসবাদের দুষ্টচক্রকে সমূলে বিনাশ করার জন্য সুসংগঠিত ও সমন্বিত যুদ্ধ করতে হবে। পাশাপাশি সন্ত্রাসী চিন্তাধারার প্রতি রাজনৈতিক, আদর্শিক ও অর্থনৈতিক পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে দু’টি জোড়া বোমা হামলায় ১৩ ব্যক্তি নিহত হয়। সন্ত্রাসীরা নগরীর একটি মেট্রো স্টেশনেও বোমা হামলা চালায়। ওই হামলায় প্রাণ হারায় আরো অন্তত ১৫ জন।#

রেডিও তেহরান/মুজাহিদুল ইসলাম/২২

ট্যাগ