গত বছর ইরানে এসেছে ৬০ লাখ বিদেশী; মূল আকর্ষণ ইমাম রেজার (আ) মাজার
(last modified Fri, 02 Feb 2018 13:25:15 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ১৯:২৫ Asia/Dhaka
  • ইমাম রেজার (আ) পবিত্র মাজার প্রাঙ্গনের এক পাশের দৃশ্য (ফাইল ছবি)
    ইমাম রেজার (আ) পবিত্র মাজার প্রাঙ্গনের এক পাশের দৃশ্য (ফাইল ছবি)

গত ফার্সি বছরে ৬০ লাখেরও বেশি বিদেশী পর্যটক ইরান ভ্রমণে এসেছেন এবং তাদের বেশিরভাগই ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)'র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম রেজা (আ)'র মাজার জিয়ারতকারী।

চলতি ফার্সি বছরের শেষের দিকে (গতকাল বৃহস্পতিবার) পবিত্র মাশহাদ শহরে এই তথ্য দিয়েছেন ইরানের পর্যটন বিভাগের উচ্চ-পদস্থ কর্মকর্তা মোহাম্মাদ মুহিব্বে খোদায়ি। ফার্সি নতুন বছর শুরু হয় মার্চ মাসের শেষের দিকে। 

মোহাম্মাদ মুহিব্বে খোদায়ি জানিয়েছেন, ইরানের প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশী পর্যটক সফর করেছেন বৃহত্তর মাশহাদের খোরাসানে রাজাভি প্রদেশ। এ প্রদেশের মাশহাদ শহরে ইমাম রেজা (আ)'র পবিত্র মাজার থাকার কারণে ইরানের অন্যান্য প্রদেশগুলোর তুলনায়  প্রতি বছর এখানেই সবচেয়ে বেশি বিদেশী পর্যটকরা আসেন বলে তিনি জানান। 

 ইরানে শেষ-হয়ে-আসা চলতি ফার্সি বছরে তথা ১৩৯৬ ফার্সি সনে বিদেশী পর্যটকদের সংখ্যা গত ফার্সি বছরের চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। 

ইসলামী ইরানে ধর্মীয় পবিত্র স্থান ও স্থাপনাগুলো ছাড়াও হাজার হাজার প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং নিদর্শন রয়েছে।

ইরান চিকিৎসা ক্ষেত্রেও উন্নত দেশগুলোর অন্তর্ভুক্ত হওয়ায় প্রতি বছর হাজার হাজার বিদেশী রোগী চিকিৎসার জন্য ইসলামী এই দেশটিতে সফর করছেন। # 

পার্সটুডে/এমএএইচ/২ 
 

ট্যাগ