ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে পাশে রয়েছে ইরান: হানিয়াকে জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে তেহরান। গাজা সীমান্তে ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত ২০ ফিলিস্তিনির শাহাদাতের পর মঙ্গলবার হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন জারিফ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবারের ওই পাশবিক হামলার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদ, জোট নিরপেক্ষ আন্দোলন ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’তে তুলবে ইরান। তিনি দখলদার ইসরাইল সরকারের বিরুদ্ধে ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
টেলিফোনালাপে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি নীতিগত সমর্থন দেয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তিনি জারিফের কাছে গাজা সীমান্তে গত শুক্রবারের ভয়াবহ হামলার বিবরণ তুলে ধরেন।

গত শুক্রবার ভূমি দিবসে গাজা উপত্যকার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ভয়াবহ হামলা চালায় ইহুদিবাদী সেনারা। তারা বিনা উসকানিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে যাতে শহীদ হন অন্তত ২০ ফিলিস্তিনি। দখলদার সেনাদের ওই পাশবিক হামলায় এক হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হন।
ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ সংগঠন গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪