পাল্টা পদক্ষেপ নিতে সরকারের প্রতি ইরানি সংসদ সদস্যদের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i57018-পাল্টা_পদক্ষেপ_নিতে_সরকারের_প্রতি_ইরানি_সংসদ_সদস্যদের_আহ্বান
সমঝোতা বাস্তবায়নে 'পাল্টা পদক্ষেপ নীতি' অনুসরণ করার জন্য ইরানের সংসদ সংসদ্যরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ওই নীতির তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারের দায়িত্ব হলো প্রতিপক্ষ চুক্তি ভঙ্গ করলে ইরানি জাতির অধিকার রক্ষায় পাল্টা পদক্ষেপ নেয়া। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, চুক্তির কোনো পক্ষ নিষেধাজ্ঞা বাতিল করলে কিংবা বাতিলকৃত কোনো নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করলে সেই পক্ষের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৯, ২০১৮ ১৬:৩৪ Asia/Dhaka
  • ইরানি সংসদ সদস্যদের বিবৃতি
    ইরানি সংসদ সদস্যদের বিবৃতি

সমঝোতা বাস্তবায়নে 'পাল্টা পদক্ষেপ নীতি' অনুসরণ করার জন্য ইরানের সংসদ সংসদ্যরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ওই নীতির তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারের দায়িত্ব হলো প্রতিপক্ষ চুক্তি ভঙ্গ করলে ইরানি জাতির অধিকার রক্ষায় পাল্টা পদক্ষেপ নেয়া। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, চুক্তির কোনো পক্ষ নিষেধাজ্ঞা বাতিল করলে কিংবা বাতিলকৃত কোনো নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করলে সেই পক্ষের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

ইরানি সংসদ সদস্যরা আজ সংসদে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে গৃহীত এক বিবৃতিতে পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্টের বেরিয়ে যাবার সিদ্ধান্তের নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন। সমঝোতা প্রত্যাহারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে যুক্তরাষ্ট, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের কিছু আরব মিত্রসহ মোনাফেক গোষ্ঠি ইরানের বিরুদ্ধে একই ফ্রন্টভুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সমঝোতায় স্বাক্ষরকৃত ইউরোপিয় দেশগুলোসহ রাশিয়া ও চীন এখন কঠিন পরীক্ষার মুখোমুখি। তাদের সামনে প্রশ্ন: তারা কি বলদর্পী মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের মোকাবেলায় দাঁড়াবে নাকি অযৌক্তিক আধিপত্যবাদকে সমর্থন করবে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে একপেশে সিদ্ধান্ত নিয়ে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন এবং পুনরায় ইরানের ওপর পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

ট্রাম্পের ওই সিদ্ধান্তের সমালোচনা করেছে সমঝোতায় স্বাক্ষরকৃত ইউরোপীয় তিন দেশ-ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। তারা সমঝোতা বাস্তবায়নে নিজ নিজ অঙ্গীকার রক্ষারও ঘোষণা দেন।

২০১৫ সালের জুলাইতে ছয় জাতিগোষ্ঠির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালের জানুয়ারি থেকে বাস্তবায়নের কাজ শুরু হয়। কিন্তু মার্কিন সরকার নয়া অবরোধ আরোপসহ সমঝোতা বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৯