‌বিশ্বকাপ ফুটবল: প্রথম ম্যাচেই জয় পেল ইরান
(last modified Fri, 15 Jun 2018 18:23:01 GMT )
জুন ১৬, ২০১৮ ০০:২৩ Asia/Dhaka

রাশিয়ায় অনুষ্ঠানরত ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কোর বিরুদ্ধে এ জয় পায় ‘টিম মিল্লি’।

আজিজ বুহাদুজরে হেড থেকে গোল হয়

মরক্কোর স্ট্রাইকার আজিজ বুহাদুজ খেলার মাত্র দেড় মিনিট বাকি থাকতে নিজেদের গোলপোস্টের সামনে শক্তিশালী হেড করলে বল দলের জালে আটকে যায়। আর তাতেই বিজয় নিশ্চিত হয় ইরানি ফুটবল দলের। তখন চলছিল ইনজুরি টাইমের শেষ পাঁচ মিনিটের খেলা।  

ইরান ও মরক্কোর খেলার শেষ মুহর্তের দৃশ্য

ইরানি দলের অধিনায়ক এহসান হাজিসাফির একটি শট ক্লিয়ার করতে প্রচণ্ড হেড নেন বুহাদুজ কিন্তু বল চলে যায় নিজেদের জালে। সে ভুলের খেসারত হিসেবে পরাজয় মেনে নিতে হয় মরক্কোকে। দেড় মিনিট পরই শেষ বাঁশি বাজে, ১-০তে জয় নিয়ে উৎসবে মাতেন ইরানি দলের খেলোয়াড় ও সমর্থকরা।

বিজয়ের পর পতাকা নিয়ে ইরানি খেলোয়াড়দের ঊল্লাস

পুরো খেলায় মরক্কোর চোখে পড়ার মতো আধিপত্য থাকলেও ইরানি দল আফ্রিকার দলটিকে আটকে রাখতে সক্ষম হয়। ইরানের ঘামঝরানো প্রতিরক্ষায় মরক্কো কোনো গোল করতে পারে নি। খেলার প্রথম দিকে ইরানি ফুটবল দল অনেক বেশি আত্মরক্ষামূল খেললেও দ্বিতীয়ার্ধে সে অবস্থা থেকে খানিকটা বেরিয়ে আসে এবং মরক্কোকে নাড়িয়ে দেয়ার মতো বেশ কিছু আক্রমণ চালায়। শেষ মুহূর্তে যে আত্মঘাতী গোল হয়েছে তখনো ইরান আক্রমণে ছিল।

ইরান ও মরক্কোর খেলারএকটি মুহূর্ত 

এবারের বিশ্বকাপে ইরান বি গ্রুপে মরক্কো, স্পেন ও পর্তুগালের সঙ্গে খেলবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬    

ট্যাগ