৯৭ শতাংশ ওষুধই ইরানে তৈরি হচ্ছে: উপ-স্বাস্থ্যমন্ত্রী
(last modified Wed, 20 Jun 2018 09:34:30 GMT )
জুন ২০, ২০১৮ ১৫:৩৪ Asia/Dhaka
  • ডা. রেজা মালেকযাদেহ
    ডা. রেজা মালেকযাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ও চিকিৎসা বিজ্ঞানী রেজা মালেকযাদেহ বলেছেন, চাহিদার ৯৭ শতাংশ ওষুধই দেশে তৈরি হচ্ছে। ইরান অন্যান্য শিল্পের মতো ওষুধ শিল্পেও সাফল্য অর্জন করেছে বলে তিনি জানান।

উপমন্ত্রী বলেন, ইরান ওষুধ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে এবং অন্যান্য দেশের তুলনায় ইরানে ওষুুধের দাম অনেক কম।

মালেকযাদেহ আরও বলেছেন, ইরানের আণবিক শক্তি সংস্থার সহযোগিতায় নিউক্লিয়ার মেডিসিনের চাহিদাও মিটে যাচ্ছে এবং ভবিষ্যতে যাতে এই মেডিসিনের ঘাটতি দেখা না দেয় সে লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 

 তিনি বলেন, ইরানি বিজ্ঞানীরা ২২টি জৈব ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। এর আগে এসব ওষুধ দেশের বাইরে থেকে সংগ্রহ করা হতো। 

চিকিৎসা বিজ্ঞান এবং ওষুধ শিল্পে সাফল্য অর্জনকারী দেশগুলোর মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান অন্যতম।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

ট্যাগ