ভলিবল নেশনস লিগ: এবার জার্মানিকে হারাল ইরান
মিলাদ এবাদিপুর ও মোর্তেজা শারিফির অনবদ্য নৈপুণ্যে ভলিবল নেশনস লিগে এবার জার্মানিকে হারাল ইসলামি প্রজাতন্ত্র ইরান।
আজ (রোববার) রাতে তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত টুর্নামেন্টে শক্তিশালী জার্মানিকে ৩-২ সেটে হারায় ইরান।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইরান প্রথম সেট জিতে নেয় ২৫-২০ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ২৩-২৫ পয়েন্টে হেরে যায় ইরান। তৃতীয় সেটটি ইরান জেতে ২৫-২২ পয়েন্টে। একই ব্যবধানে পরের সেটটি জিতে নেয় জার্মানি। প্রথম চার সেটে সমতা থাকায় পঞ্চম সেটটি হয়ে ওঠে ফল নির্ধারণী। তবে, জার্মানিকে তেমন পাত্তা না দিয়েই ১৫-১১ পয়েন্টে সেটটি জিতে যায় ইরান।

ইরানের পক্ষে মিলাদ এবাদিপুর সর্বাধিক ২৩ পয়েন্ট লাভ করেন। এছাড়া, মোর্তেজা শারিফি ২২ এবং তরুণপ্রতিভা সাবের কাজেমি ১৫ পয়েন্ট অর্জন করেন।

এর আগে গতকাল বুলগেরিয়াকে ৩-১ সেটে এবং শুক্রবার দক্ষিণ কোরিয়াকে একই ব্যবধানে হারায় ইরানের জাতীয় ভলিবল দল। আজাদি স্পোর্টস কমপ্লেক্সে বিপুলসংখ্যক নারীসহ ১২ হাজার খেলাগুলো উপভোগ করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪