পরমাণু কার্যক্রমে গতি: ইউএফ-৬ উৎপাদন কারখানা চালু করল ইরান
(last modified Thu, 28 Jun 2018 03:31:05 GMT )
জুন ২৮, ২০১৮ ০৯:৩১ Asia/Dhaka
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র- সেন্ট্রিফিউজ
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র- সেন্ট্রিফিউজ

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ইউএফ-সিক্স উৎপাদনের একটি কারখানা চালু করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

পরমাণু কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্রের নাম সেন্ট্রিফিউজ।  আর সেই সেন্ট্রিফিউজে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড বা ইউএফ৬।  

ইস্পাহানের ইউরেনিয়াম কনভার্সেশন ফ্যাসিলিটি বা ইউসিএফ কারখানায় বুধবার থেকে ইউএফ-সিক্স উৎপাদনের তৎপরতা শুরু হয়েছে। এ দিন পরমাণু জ্বালানী চক্রের প্রাথমিক কাঁচামাল- ইয়েলোকেক-এর প্রথম চালান ইউসিএফ কারাখানায় প্রবেশ করানো হয়।  গত কয়েক বছর ধরে এটি প্রায় নিস্ক্রিয় ছিল।

ইরানের একটি পরমাণু স্থাপনা (ফাইল ছবি)

মার্কিন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একরতফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ওই সমঝোতার ভেতরে থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার তৎপরতায় গতি আনার নির্দেশ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮

ট্যাগ