সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i60038-সিরিয়ায়_ইরানের_সামরিক_উপস্থিতি_বজায়_থাকবে_বেলায়েতি
ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকে গঠনমূলক উল্লেখ করে বলেছেন, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরান ও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০১৮ ০৬:১৮ Asia/Dhaka
  • আলোচনা শেষে করমর্দন
    আলোচনা শেষে করমর্দন

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকে গঠনমূলক উল্লেখ করে বলেছেন, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরান ও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি রাশিয়া সফর শেষে তেহরানে ফিরে আইআরআইবি’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান।

বেলায়েতি একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বুধবার মস্কো পৌঁছেন। বৃহস্পতিবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ইরানের সর্বোচ্চ নেতার মৌখিক বার্তা এবং প্রেসিডেন্ট হাসান রুহানির লিখিত বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন।

সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি সম্পর্কে শত্রুদের গুজব নাকচ করে দেন আলী আকবর বেলায়েতি। তিনি বলেন, অনেকে এই গুজব ছড়াচ্ছে যে, রাশিয়া সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতির বিরোধিতা করছে এবং ইরানকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, তার দেশের সামরিক উপদেষ্টারা কেবল তখনই সিরিয়া ত্যাগ করবে যখন দামেস্ক সরকার তেহরানকে সেনা প্রত্যাহারের আহ্বান জানাবে।

তিনি আরো বলেন, সিরিয়া সংকট নিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে শিগগিরই তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন ও তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগান তেহরান সফরে আসবেন।

২০১১ সালের গোড়ার দিকে আমেরিকা, সৌদি আরব ও তাদের মিত্রদের সমর্থনপুষ্ট জঙ্গিরা সিরিয়ায় সহিংসতা শুরু করে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে বদলে দেয়ার লক্ষ্যে এসব জঙ্গিকে সিরিয়ায় লেলিয়ে দেয়া হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪