পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান
(last modified Sat, 14 Jul 2018 00:38:22 GMT )
জুলাই ১৪, ২০১৮ ০৬:৩৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলার একটি নির্বাচনি জনসমাবেশে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শুক্রবার রাতে এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের সরকার ও জনগণ এ দুঃখজনক ঘটনায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানাচ্ছে।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নির্বাচনি সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক প্রার্থীসহ ১৩০ জন নিহত হন। এতে আহত হয়েছেন আরো দুই শতাধিক ব্যক্তি।

নিহত নওয়াবজাদা সিরাজ রাইসানি (গোলচিহ্নিত)

বিস্ফোরণে বিএপি নেতা ও প্রাদেশিক আসন পিবি-৩৫ এ’র প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানি নিহত হয়েছেন। নিহত সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই। ২০১১ সালে এই মাসতুং জেলাতেই গাড়িতে গ্রেনেড হামলায় সিরাজ রাইসানির কিশোর ছেলে নিহত হয়। ওই গ্রেনেড হামলার সিরাজ নিজেও গাড়ির ভেতরে ছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪

 

ট্যাগ