ইরানি হজযাত্রীদের প্রথম ফ্লাইট গেল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/iran-i60129-ইরানি_হজযাত্রীদের_প্রথম_ফ্লাইট_গেল_সৌদি_আরব
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এ ফ্লাইটে ২৭০ জন যাত্রী ছিলেন বলে ইরানের হজ সংস্থার পক্ষ থেকে আজ (মঙ্গলবার) জানানো হয়েছে।   
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুলাই ১৭, ২০১৮ ২০:১৫ Asia/Dhaka
  • ইরানি হজযাত্রী বহনকারী বিমান
    ইরানি হজযাত্রী বহনকারী বিমান

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এ ফ্লাইটে ২৭০ জন যাত্রী ছিলেন বলে ইরানের হজ সংস্থার পক্ষ থেকে আজ (মঙ্গলবার) জানানো হয়েছে।   

ইরানের হজ সংস্থার প্রধান হামিদ মোহাম্মাদি বার্তা সংস্থা ইরনাকে জানান, বৃহস্পতিবার থেকে ইরানের হজযাত্রীদের নিয়ে ইমাম খোমেনী বিমানবন্দর থেকে  নিয়মিতভাবে বিমান যাবে সৌদি আরবে।  

তিনি জানান, এ পর্যন্ত ২৫ হাজার হজযাত্রীর জন্য ইলেক্ট্রোনিক ভিসা ইস্যু করা হয়েছে এবং আগামী দিনগুলোতে বাকিদের ভিসার ব্যবস্থা করা হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, চলতি বছর ইরান থেকে ৮৫ হাজার ২০০ ব্যক্তি হজে যাবেন।

শিডিউল অনুযায়ী, মদীনার ফ্লাইটগুলো ১৮ জুলাই থেকে এবং জেদ্দার ফ্লাইটগুলো ৩০ জুলাই থেকে শুরু হবে। হামিদ মোহাম্মাদি জানান, হজযাত্রীদের জন্য থাকা ও চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭