'শান্তি প্রতিষ্ঠায় ইউরোপকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে'
(last modified Wed, 18 Jul 2018 10:39:32 GMT )
জুলাই ১৮, ২০১৮ ১৬:৩৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ইউরোপ তার ক্ষমতার যথাযথ ব্যবহার করছে না। গোলযোগপূর্ণ এলাকায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় আরো জোরালো ভূমিকা পালন করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (মঙ্গলবার) ইউরোনিউজ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ইস্যুতে ইউরোপের দেশগুলোর কাছ থেকে কাঙ্খিত সাড়া পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, "আমি বিশ্বাস করি ইউরোপ তার ক্ষমতা ও প্রভাবের যথাযথ ব্যবহার করছে না। আমরা বিশ্বাস করি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা এবং সংলাপের পথ সৃষ্টিতে ইউরোপকে আরো জোরালো ভূমিকা পালন করা উচিত।"

এছাড়া, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে তেহরান এবং এর ইউরোপের অংশীদারদের মধ্যে চলমান প্রচেষ্টার ব্যাপারেও মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, "আমরা ইউরোপের কাছ থেকে কেবল রাজনৈতিক প্রতিশ্রুতিই নয় তাদের কাছ থেকে বাস্তবসম্মত পদক্ষেপ প্রত্যাশা করছি।" ইরানের ব্যাংকিং, বিনিয়োগ, জ্বালানি, যোগযোগ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ইউরোপকে কার্যকরি পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন জারিফ।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮

 

ট্যাগ