ইরানের শ্রমমন্ত্রীকে ইমপিচ করল সংসদ
(last modified Wed, 08 Aug 2018 17:02:40 GMT )
আগস্ট ০৮, ২০১৮ ২৩:০২ Asia/Dhaka
  • সংসদের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন আলী রাবিয়ি
    সংসদের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন আলী রাবিয়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমবায়, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী আলী রাবিয়িকে ইমপিচ করেছে জাতীয় সংসদ।

সংসদে তার ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হলে স্বপদে বহাল থাকার জন্য তিনি নিজের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভোট যোগাড় করতে পারেন নি। ফলে তিনি সংসদে আস্থা ভোটে হেরে মন্ত্রীত্ব হারান।

জাতীয় সংসদের অধিবেশনে আজ (বুধবার) রাবিয়ির বিপক্ষে ভোট পড়ে ১২৯টি আর পক্ষে ভোট পড়ে ১১১টি। এছাড়া, তিনজন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

ইরানের এ মন্ত্রী দেশে বেকারত্বের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে সমালোচনার মুখে ছিলেন। এছাড়া, দেশীয় মূদ্রার মান পড়ে যাওয়া এবং বেশকিছু অর্থনৈতিক প্রতিষ্ঠানের আচরণ নিয়ে তার বিরুদ্ধে নানা সমালোচনা ছিল।#   

পার্সটুডে/এসআইবি/৮

 

ট্যাগ