ইরানে আবার ভূমিকম্প; নিহত ২, আহত ২৪১
(last modified Sun, 26 Aug 2018 07:33:41 GMT )
আগস্ট ২৬, ২০১৮ ১৩:৩৩ Asia/Dhaka
  • ইরানে আবার ভূমিকম্প; নিহত ২, আহত ২৪১

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বড় ধরনের ভূমিকম্পের আঘাতে অন্তত দুজন নিহত ও ২৪১ জন আহত হয়েছেন। মার্কিন ভূতাত্বিক জরিপে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১। তবে কোনো কোনো সূত্র বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।

কেরমানশাহ প্রদেশের রাজধানী থেকে ৮৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে আজ (রোববার) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল তাজেহাবাদ শহর এবং মাটির নিচে আট কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মূল ভূমিকম্প আঘাত হানার পর দুটি আফটারশক অনুভূত হয়েছে যার মধ্যে একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.০। ইরাকের রাজধানী বাগদাদ থেকেও আজকের ভূমিকম্প অনুভূত হয়েছে তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

গত বছরের নভেম্বর মাসে কেরমান শহরে প্রদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এবং অন্তত ৫৩০ জন নিহত হন। গত এক দশকের মধ্যে এটা ছিল ইরানের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ