অর্থমন্ত্রীকে ইমপিচ করেছে ইরানের সংসদ
-
মাসুদ কারবাসিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ দেশটির অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করেছে। আজ (রোববার) জাতীয় সংসদের অধিবেশনে এ নিয়ে সংসদ সদস্যরা ভোটাভুটিতে অংশ নেন।
মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার পক্ষে ভোট পড়ে ১৩৭টি এবং বিপক্ষে ভোট দেন ১২১ জন সংসদ সদস্য। এর মাত্র দুই সপ্তাহ আগে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী আলী রাবায়িকে ইমপিচ করে ইরানের সংসদ।
গত ১৯ আগস্ট মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার জন্য একটি মোশন জাতীয় সংসদের স্পিকার প্যানেলে জমা দেয়া হয় যাতে ৩৩ জন সংসদ সদস্য সই করেন। এরপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হলো।

দেশের অর্থনৈতিক খাতে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতি বাস্তবায়নে ব্যর্থতাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার উদ্যোগ নেয়া হয়। প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বিদায়ী মন্ত্রী কারবাসিয়ান ও রাবায়ির জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ দেয়ার জন্য তিন মাস সময় পাবেন। নতুন মন্ত্রী নিয়োগে অবশ্যই তাকে জাতীয় সংসদের অনুমোদন নিতে হবে।#
পার্সটুডে/এসআইবি/২৬