‘আইআরজিসি’র সদস্যরা জিয়ারতকারীদের জুতা কালি করেছেন’
https://parstoday.ir/bn/news/iran-i65313-আইআরজিসি’র_সদস্যরা_জিয়ারতকারীদের_জুতা_কালি_করেছেন’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা জিয়ারতকারীদের জুতা কালি করে দিচ্ছেন। আরবাইন উপলক্ষে নাজাফ যাচ্ছেন যারা তাদের জুতা বিনা পয়সায় কালি করছেন আইআরজিসি’র সদস্যরা। এ ছাড়া চুল কেটে দিচ্ছেন তারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ২০:২১ Asia/Dhaka
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা জিয়ারতকারীদের জুতা কালি করে দিচ্ছেন
    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা জিয়ারতকারীদের জুতা কালি করে দিচ্ছেন

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা জিয়ারতকারীদের জুতা কালি করে দিচ্ছেন। আরবাইন উপলক্ষে নাজাফ যাচ্ছেন যারা তাদের জুতা বিনা পয়সায় কালি করছেন আইআরজিসি’র সদস্যরা। এ ছাড়া চুল কেটে দিচ্ছেন তারা।

হ্যাঁ গতকাল এ দৃশ্য দেখেছি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমান বন্দর।  ইমিগ্রেশন শেষ বিমানে ওঠার পালা জন্য যাত্রীদের অপেক্ষা করার অঞ্চলে এমন হতবাক করা দৃশ্য ছিল। পাশাপাশি যাত্রীদের জন্য চা এবং খাবারের অয়োজনও করা হয়েছে।

জুতা কালির দৃশ্যের ছবি তোলার অনুমতি চাইল একজন। জবাব দিলেন, আমাদের নয়, জিয়ারতে যারা যাচ্ছেন তাদের ছবি তোলেন। কিংবা ফুলের ছবি তোলেন। অনুমতি প্রার্থণাকারী জবাবে বললেন, ভাই আপনারাতো ইমাম হোসেইন(আ) বাগানের ফুল, আপনাদের ছবিই তুলবো। চুপ হয়ে গেলেন তারা। আর কিছু বলল না।

এদিকে ইরাকের নাজাফ বিমান বন্দর থেকে বাইরে আসার একটু পরে দেখা গেল জিয়ারতকারীদের জন্য নানা ব্যবস্থা। গাড়ি থামিয়ে আমরাও পানি নিলাম। মিনারেল ওয়াটার প্রয়োজনের চেয়ে অনেক বেশীই দিতে চাইল। আমরা না নেয়ায় আপ্যায়নকারীরা খানিকটা বেজারই হলেন।#

পার্সটুডে/মূসা রেজা/২৫