গ্যাসক্ষেত্র উন্নয়নে টোটালের পরিবর্তে ইরানে আসছে চীনের সিএনপিসি
https://parstoday.ir/bn/news/iran-i66116
ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, তার দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর ফেজ উন্নয়নে ফ্রান্সের টোটাল কোম্পানির পরিবর্তে কাজ করবে চীনের সিএনপিসি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ২৬, ২০১৮ ১০:২৪ Asia/Dhaka
  • ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের গ্যাস উত্তোলনের একটি প্ল্যাটফর্ম
    ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের গ্যাস উত্তোলনের একটি প্ল্যাটফর্ম

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, তার দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর ফেজ উন্নয়নে ফ্রান্সের টোটাল কোম্পানির পরিবর্তে কাজ করবে চীনের সিএনপিসি।

ফরাসি কোম্পানি টোটালের ইরান থেকে চলে যাওয়ার কথা উল্লেখ করেন জাঙ্গানে। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে সিএনপিসি টোটালের দায়িত্ব বুঝে নিয়েছে তবে তারা এখনো কাজ শুরু করেনি। একইসঙ্গে কবে থেকে তারা কাজ শুরু করবে সিএনপিসি এখনো তা জানায়নি বলে তেলমন্ত্রী জাঙ্গানে উল্লেখ করেন।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। এরপর ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের ১১ নম্বর ফেজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ফ্রান্সের টোটাল।

ইরানের মোট উৎপাদিত গ্যাসের শতকরা ৭০ ভাগ অর্থাৎ দৈনিক ৬৭ কোটি ঘনফুট গ্যাস সাউথ পার্স ক্ষেত্র থেকে উত্তোলিত হয়। এই গ্যাসক্ষেত্র উন্নয়নের জন্য টোটালের সঙ্গে ৪৮০ কোটি ডলারের চুক্তি করেছিল তেহরান। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬