ইরানে চালু হলো ক্যান্সারের ওষুধের সর্ববৃহৎ কারখানা
(last modified Tue, 27 Nov 2018 12:53:56 GMT )
নভেম্বর ২৭, ২০১৮ ১৮:৫৩ Asia/Dhaka
  • ইরানে চালু হলো ক্যান্সারের ওষুধের সর্ববৃহৎ কারখানা

ইসলামি প্রজাতন্ত্র ইরানে ক্যান্সারের ওষুধ তৈরির সর্ববৃহৎ কারখানার উৎপাদন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্যান্সারের ওষুধের সবচেয়ে বড় কারখানা এটি। কারখানাটি রাজধানী তেহরানের অদূরে কারাজ শহরে অবস্থিত।

গতকাল (সোমবার) কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইয়্যেদ হাসান কাযিযাদেহ হাশেমি উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই কারখানায় উন্নতমানের ওষুধ তৈরি হবে। 

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এ ধরনের ওষুধ কারখানার উদ্বোধনকে ইরানের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ক্যান্সারের মতো বিশেষ রোগের ওষুধের ঘাটতি দেখা দিতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে ঠিক তখনি তা উদ্বোধন করা হলো। 

সম্প্রতি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আলী আসগার পেইভান্দি বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে খাদ্য ও ওষুধের মতো পণ্যকেও টার্গেট করেছে আমেরিকা। এর অর্থ হলো আমেরিকা ইরানি জনগণকে কষ্ট দিতে চায়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭

ট্যাগ