আইআরআইবি'র আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন মূসা রেজা
(last modified Wed, 12 Dec 2018 11:51:46 GMT )
ডিসেম্বর ১২, ২০১৮ ১৭:৫১ Asia/Dhaka
  • সেইদা ইসলামীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন সৈয়দ মূসা রেজা
    সেইদা ইসলামীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন সৈয়দ মূসা রেজা

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের আলোকচিত্র প্রতিযোগিতায় রেডিও তেহরানের বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা প্রথম পুরস্কার পেয়েছেন। শোকাবহ আশুরাকেন্দ্রিক এ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছেন যথাক্রমে সাহার টেলিভিশন চ্যানেলের মানিজা জামানি এবং আল কাওসার চ্যানেলের ফটোগ্রাফার ভাবুনিয়ান।

বিশ্ব কার্যক্রমের জনসংযোগ বিভাগের প্রধান সেইদা ইসলামী আজ (বুধবার) এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

খনমে ইসলামীর সঙ্গে পুরস্কারপ্রাপ্ত তিন আলোকচিত্রী

এর আগে, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর, সৈয়দ মূসা রেজা ইরানের বিশ্ব কার্যক্রমের দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের 'শ্রেষ্ঠ সংবাদদাতা' হিসেবে পুরস্কার লাভ করেন। তেহরানে আইআরআইবি'র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কারে ভূষিত করা হয়। আইআরবি'র প্রধান জনাব আলি আসগারি এবং বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি ওই পুরস্কার প্রদান করেন।

আরবাইনের ছবি তুলছেন সৈয়দ মূসা রেজা

ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইনের সংবাদ এবং আলোকচিত্র গ্রহণের জন্য সৈয়দ মূসা রেজাকে চলতি বছর ইরানের বিশ্ব কার্যক্রম থেকে ইরাকে পাঠানো হয়েছিল। এই প্রথম বিশ্ব কার্যক্রম থেকে কোনও আলোকচিত্রীকে ইরাকে পাঠানো হয়।

ইরাকে আলোকচিত্রী সৈয়দ মূসা রেজা

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ