ইরানি জনগণ মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i66572-ইরানি_জনগণ_মার্কিন_নিষেধাজ্ঞা_ব্যর্থ_করে_দেবে_খতিব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানের শত্রুরা কখনোই তাদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। তিনি আজ রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৮ ১৬:১২ Asia/Dhaka
  • ইরানি জনগণ মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে: খতিব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানের শত্রুরা কখনোই তাদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। তিনি আজ রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, ইসলামি বিপ্লবের সময় থেকেই ইরানের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র শুরু হয় এবং এখনও এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে ইসলামি বিপ্লব এখনও সতেজ এবং ক্রমেই আরও বিকশিত হচ্ছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আজকের জুমার নামাজের খতিব বলেছেন, ইরানি জাতি সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় আবারও শত্রুদের নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে এবং তারা প্রমাণ করবে ইসলামি শাসন ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

ফ্রান্সে চলমান গণবিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার ইরান-বিরোধী নীতির প্রতি ফরাসি সরকার সমর্থন দিচ্ছে। কিন্তু আজ তারাই সংকটে পড়েছে।

আজকের জুমার নামাজে উপস্থিত জনতা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ তাদের মিত্রদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইসলামি শাসন ব্যবস্থার প্রতি সমর্থন ঘোষণা করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪