মার্কিন শত্রুতার মোকাবেলায় প্রতিরোধ অব্যাহত রাখতে হবে: আহমাদ খাতামি
(last modified Fri, 24 Jan 2025 13:09:52 GMT )
জানুয়ারি ২৪, ২০২৫ ১৯:০৯ Asia/Dhaka
  • খাতামি
    খাতামি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকার শত্রুতা ও বাড়াবাড়ি মোকাবেলার একমাত্র উপায় প্রতিরোধ অব্যাহত রাখা। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, আমেরিকার ধৃষ্টতার পথ বন্ধ করতে হলে প্রতিরোধ চালিয়ে যেতে হবে। গাজায় যেমন প্রতিরোধ সংগ্রাম জয়লাভ করেছে তেমনি আমরাও একদিন শুক্রবারের নামাজে আমেরিকার পরাজয় উদযাপন করব।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, বিশ্ববাসীর জেনে রাখা উচিৎ আমেরিকা সম্পর্কে ইরান সরকারের অবস্থান ইমাম খোমেনী (রহ.) এবং বর্তমান সর্বোচ্চ নেতার মতো। ইমাম খোমেনী (রহ.) বলে গেছেন, আমেরিকা হলো বড় শয়তান এবং বর্তমান সর্বোচ্চ নেতাও বহু বার একই কথা বলেছেন।

গাজায় যুদ্ধবিরতি সম্পর্কে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি বলেন, "এই যুদ্ধবিরতি ইহুদিবাদী ইসরাইলের চূড়ান্ত পরাজয়, যা এই অবৈধ সরকারের কর্মকর্তাদের একের পর এক পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তারা হামাসকে ধ্বংস করবে বলে দাবি করেছিল, কিন্তু হামাস ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়েছে।

গাজায় চারটি পক্ষের পরাজয় ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই চারটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল, ইউরোপীয় দেশগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো।

আয়াতুল্লাহ খাতামি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রসঙ্গে বলেন, ইরানি জাতির জন্য রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের কোনও পার্থক্য নেই। দুঃখজনকভাবে ইসলামী বিপ্লবের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ঘৃণ্য তৎপরতা চালিয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় কাজ হবে না বলে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা করে ইরানের পারমাণবিক জ্ঞান কি ধ্বংস করা যাবে?#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।